একটি শিক্ষণীয় গল্প! গল্প টি আমি আপনাদের পরিদর্শন করার জন্য আপনাদের কাছে এই পোস্ট টি হাজির করছি ।
একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল। গরুটি অনেক্ষন দৌড়ানোর পর উপায় না পেয়ে একটি পুকুরে ঝাপ দিল।শুকিয়ে যাওয়া
পুকুরটিতে কাঁদা ছাড়া কোন পানি ছিল না।গরুর পেছন পেছন বাঘটিও ঝাপ দিল।বাঘ ও গরু কাঁদায় গলা পর্যন্ত আটকে গেল।
বাঘ রেগে মেগে বলে, “কিরে তুই আর লাফ দেয়ার জায়গা পেলি না?” ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড় করে খেতাম। এখনতো দুজনেই মরব!
গরু হেসে বলে, “তোমার কি মালিক আছে?”
বাঘ রেগে বলে, “বেটা আমি হলাম বনের রাজা। আমার আবার মালিক কে। আমি নিজেইতো বনের মালিক।”
গরু বলে তুমি এখানেই দুর্বল। একটু পর আমার মালিক আসবে। এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। আর তোমাকে পিটিয়ে মারবে। বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল।
ঠিকই সন্ধ্যা বেলায় গরুটির মালিক এসে বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে মেরে গরুটিকে টেনে তুলল। গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি একা একা পড়ে রইল।
শিক্ষা:→ আমরা যারা মালিকের(আল্লাহ্)উপর ভরসা করি আমাদের উপর যত অত্যাচার নির্যাতনই হোক না কেন নিশ্চই আমাদের মালিক(আল্লাহ্)ঠিকই আমাদের রক্ষা করবেন।হয়তো একটু ধৈর্য ধরতে হবে!
আর তোমরা নিজেকে বড় মনে কর না তাদের কে পস্তাতেই হবে ।
হে আল্লাহ্,আমাদের ধৈর্য ধরার তৌফিক দান করুন।
-আমিন
একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল। গরুটি অনেক্ষন দৌড়ানোর পর উপায় না পেয়ে একটি পুকুরে ঝাপ দিল।শুকিয়ে যাওয়া
পুকুরটিতে কাঁদা ছাড়া কোন পানি ছিল না।গরুর পেছন পেছন বাঘটিও ঝাপ দিল।বাঘ ও গরু কাঁদায় গলা পর্যন্ত আটকে গেল।
বাঘ রেগে মেগে বলে, “কিরে তুই আর লাফ দেয়ার জায়গা পেলি না?” ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড় করে খেতাম। এখনতো দুজনেই মরব!
গরু হেসে বলে, “তোমার কি মালিক আছে?”
বাঘ রেগে বলে, “বেটা আমি হলাম বনের রাজা। আমার আবার মালিক কে। আমি নিজেইতো বনের মালিক।”
গরু বলে তুমি এখানেই দুর্বল। একটু পর আমার মালিক আসবে। এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। আর তোমাকে পিটিয়ে মারবে। বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল।
ঠিকই সন্ধ্যা বেলায় গরুটির মালিক এসে বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে মেরে গরুটিকে টেনে তুলল। গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি একা একা পড়ে রইল।
শিক্ষা:→ আমরা যারা মালিকের(আল্লাহ্)উপর ভরসা করি আমাদের উপর যত অত্যাচার নির্যাতনই হোক না কেন নিশ্চই আমাদের মালিক(আল্লাহ্)ঠিকই আমাদের রক্ষা করবেন।হয়তো একটু ধৈর্য ধরতে হবে!
আর তোমরা নিজেকে বড় মনে কর না তাদের কে পস্তাতেই হবে ।
হে আল্লাহ্,আমাদের ধৈর্য ধরার তৌফিক দান করুন।
-আমিন
 
 
 
 
 
 Hello, my name is Readoy Kumar Das. I'm a 18 year old and love to blogging with Technology.
Hello, my name is Readoy Kumar Das. I'm a 18 year old and love to blogging with Technology. 
No comments:
Post a Comment