Sunday, January 7, 2018

শিক্ষামুলক পোস্ট

>শিক্ষামুলক পোস্ট<<<.
.
এক লোক এক দিন বাজারে গেলো।
কলা বিক্রি করতে....
বিক্রি ওমোটামুটি ভালই-
হচ্ছিলো.
হটাত লোকটির মাথায়
একটি বুদ্ধি আসলো।
কলা তো মোটামুটি ভালই
বিক্রি হচ্ছে.
তাহলে।
কলা যদি ছিলে বিক্রি করী।
তাহলে হয়ত
আরো বেশি বিক্রি হবে।
যেই ভাবা সেই কাজ,
কলা গুলো ছিলে রাখলো।
কিন্তু তখন কেউ সেই কলা গুলো.
কিনেতে আসে না।
সবাই কলা দেখেই চলে যায়।
লোকটি পরলো মহা বিপদে.
আর
কলা বিক্রি করতে পারছিলো না।
সন্ধ্যা হয়ে যাচ্ছে.
এখন দেখে কলার রং নস্ট
হয়ে যাচ্ছে..
আবার ফেলেও দিতে পারছে না।
বাজারে কলা ফেলে দিলে.
লোকে হাসাহাসি করবে।
আবার বাড়িতেও নিয়ে গেলে.
বাসার সবাই গালাগালি করবে।
শেষ চিন্তা করলো.
কলা গুলো কাউকে ফ্রি দিয়ে দেই।
সবাইকে বললো কিন্তু.
ছিলানো কলা কেউনিতে চায়
না।
শেষে এক লোক কে বললো.
ভাই
আপনা কে কয়েকটা টাকা দেই.
আপনি কলা গুলো নিয়ে যান।
টাকার
কথা শুনে লোকটি কলা নিলো.
কিন্তু.
কিছু দুর গিয়ে কলা ফেলে দিয়ে.
টাকা গুলো নিয়ে চলে গেলো.
টাকার জন্যই
কলা গুলো নিয়ে ছিলো।
এই ছিলানো কলা দিয়ে কি করবে.
আপনারাই বলুন??
তেমনি এই যুগের মেয়ে দের.
কলার মতো অবস্থ্যা হয়ে পরেছে....
আগে মেয়েরা ইসলামের
পথে চলতো.
পর্দায় থকতো।
আগে মেয়েদের অনেক দাম
ছিলো.
মর্যাদা ছিলো তখন.
ছেলেরা মেয়েদের পন।
(টাকা)দিয়ে বিয়ে করতে হতো।
যখনি সেই কলা ওয়ালার মতো.
খারাপ বুদ্ধি মাথায় আনলো.
বেপর্দায় চলাফেরা শুরু করলো।
তখন থেকেই.
নারীরা ছিলানো কলার মত.
ইপচে গেলো.
বিয়ে দিতে গেলেওদেখে দেখে চলে
যায়।
ফ্রি ও নেয় না।
অথচ টাকা দিয়ে বিয়ে দিতে হয়।
সে থেকেই.
যৌতুকের আবিস্কার চালু হয়।
কিন্তু.
বেপর্দা নারী দিয়ে মানুষকি করবে.
টাকা গুলো নিয়ে কলার মতই.
নারী দেরফেলে দিচ্ছে.....
হয়ত আমার কথা গুলো.
কারো ভালো লাগবে না।
কারন এটা মানতে গেলে.
নারীরা.
পাখি জামা পড়া ছেড়ে দিতে হবে।
আর ছেলেরা.
টাকা বা যৌতুক,
উপহার নেওয়া ছেরে দিতে হবে।

No comments:

Post a Comment