বিদ্যাসাগর একবার স্কুল ইনস্পেকটর এর দায়িত্বপ্রাপ্ত হয়ে এক গ্রামের পথে কোন স্কুল পরিদর্শন করতে যাচ্ছিলেন। পথে দশ বারো বছরের একটা ছেলে তার সামনে এসে দাঁড়ালো। বলল,
-বাবু একটা পয়সা দিন।
-বাবু একটা পয়সা দিন।
-এক পয়সা দিয়ে কি করবি?
-খাবার কিনে খাব।
-যদি দুই পয়সা দিই?
-খাবার কিনে খাব।
-যদি দুই পয়সা দিই?
তা হলে আজ এক পয়সার খাব, কাল এক পয়সার।
-যদি চার পয়সা দিই?
-তা হলে খাব না। সবজি কিনে বাজারে বেচব।
বিদ্যাসাগর তাকে ১০ টাকা দিলেন।
এর পর আরো দশ বারো বছর কেটে গেছে। বিদ্যাসাগর সেই গ্রামের পথেই কোন দরকারে যাচ্ছিলেন। তাঁকে দেখে পথের পাশে একটি দোকান থেকে একটি যুবক বেরিয়ে এল। প্রণাম করে বলল,
-মহাশয়, আমাকে চিনতে পারছেন?
-মহাশয়, আমাকে চিনতে পারছেন?
-কেন পারব না। তুই আজ দোকান করেছিস, এত বড় হয়েছিস। তা বলে আমি তোকে চিনতে পারব না? তা কি হয়।
-আপনার জন্যই আমি আজ ……………
-তা নয় বাপু। তোমার মধ্যে উদ্যম ছিল বলেই তুমি উন্নতি করেছ।
-আপনার জন্যই আমি আজ ……………
-তা নয় বাপু। তোমার মধ্যে উদ্যম ছিল বলেই তুমি উন্নতি করেছ।
No comments:
Post a Comment