Sunday, January 7, 2018

পবিত্র কোরআন থেকে ৪০ টি উপদেশবাণী

পবিত্র কোরআন থেকে ৪০টি উপদেশবাণী
------------------------------------------------------------
----
১.কঠোর ভাষায় কথা বলনা (৩:১৫৯)
২.রাগ দমন কর (৩:১৩৪)
৩.অন্যের সাথে ভাল আচরণ কর (৪:৩৬)
৪.নিষ্ঠুর হইও না (৭:১৩)
৫.অন্যের ভুলকে ক্ষমা কর (৭:১৯৯)
৬.মানুষের সাথে নম্র ভাষায় কথা বল (২০:৪৪)
৭.আস্তে শব্দ কর (৩১:১৯)
৮.অন্যকে বিপদ গ্রস্ত করোনা (৪৯:১১)
৯.পিতা মাতার উপর দায়ীত্ববান হও (১৭:২৩)
১০.পিতা মাতার সাথে উফ শব্দটাও বলনা (১৭:২৩)
১১.না বলে পিতা মাতার ঘরে প্রবেশ করনা
(২৪:৫৮)
১২.বকেয়া লিখে রাখ (২:২৮২)
১৩.কাউকে অন্ধভাবে অনুসরণ করনা (২:১৭০)
১৪.ঋন ফিরিয়ে দেওয়ার আরো সুযোগ দিতে
হবে
(২:২৮০)
১৫.সুদ নিও না (২:২৭৫)
১৬.ঘুষ খেয়ো না (২:১৮৮)
১৭.শর্ত ভাঙিয়ো না (২:১৭৭)
১৮.বিশ্বাস বজায় রাখো (২:২৮৩)
১৯.সত্যকে মিথ্যার সাথে মিলিয় না (২:৪২)
২০.মানুষের মাঝে সঠিক বিচার কর। (৪:৫৮)
২১.সুবিচারে কঠোর অবস্থান রাখো (৪:১৩৫)
২২.মৃত ব্যাক্তির সম্পদ তার পরিবারে সঠিক ভাবে
ভাগ করে দেও (৪:৭)
২৩.নারীদেরও উত্তরোধিকার হওয়ার নিয়ম
আছে (৪:৭)
২৪.এতিমের সম্পত্তি গ্রাস করোনা (৪:১০)
২৫.এতিমকে রক্ষা করো (২:২২০)
২৬.অন্যের সম্পদ কৌশলে গ্রাস করোনা (৪:২৯)
২৭.মানুষের মধ্য বিবাদ মিমাংসা কর (৪৯:৯)
২৮.সন্দেহ এড়িয়ে চল (৪৯:১২)
২৯.পিছে কান পেত না (২:২৮৩)
৩০.সাহায্যার্থে সম্পদ ব্যয় কর (৫৭:৭)
৩১.গরীবকে খাওয়াতে উৎসাহ প্রদান কর
(১০৭:৩)
৩২.প্রয়োজনে সাহায্য করো (২:২৭৩)
৩৩.অপচয় করোনা (১৭:২৯)
৩৪.অথিতি আপ্পায়ন কর। (৫১:২৬)
৩৫.নিজে যাচাই করে অন্যকে করতে বল
(২:৪৪)
৩৬. পৃথিবীতে কোন কিছুর অপব্যবহার করনা
(২:৬০)
৩৭.যুদ্ধের সময় পালায়ন কর না (৮:১৫)
৩৮.যে যুদ্ধ করে শুধু তার সাথে যুদ্ধ কর।
(২:১৯০)
৩৯.যুদ্ধে শিষ্টাচার বজায় রাখ। (২:১৯১)
৪০.ধর্মের ব্যাপারে জোর কর না (২:২৫৬)
----------------- সংগৃহীত।।।।।।।।।।।

No comments:

Post a Comment